E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কার্ডিফে ওয়েলস আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

২০১৫ মার্চ ২০ ১৮:০৬:৫০
কার্ডিফে ওয়েলস আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

কার্ডিফ সংবাদদাতা : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃটেনের কার্ডিফের বাংলাদেশ সেন্টারে গত ১৭ই মার্চ রাত ১২ ঘটিকায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে কেক কাটা আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর আহমদের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাইফুল, সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমদ, হারুন তালুকদার, জামাল আহমদ বকুল, লিলু মিয়া, শেখ মো: আনোয়ার, জয়নাল উদ্দিন শিবুল, আলহাজ্ব ছালিক মিয়া, সেলিম আহমদ, আলহাজ্ব আসাদ মিয়া, এম আকতারুজ্জামান কুরেসী নিপু, আব্দুল ওয়াহিদ বাবুল, নুরুল আলম চুনু, রকিবুর রহমান, আলমগীর আলম, এবি রুনেল, আবুল কালাম মুমিন, এম এ রউফ, এম এ খান লেলিন, মফিকুল ইসলাম, জুয়েল মিয়া, ময়না মিয়া, শামসুল হক রানু ও আব্দুস সামাদ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধুর জন্ম হওয়ার কারণেই বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে বঙ্গালী জাতির জন্য একটি স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। বাঙ্গালী জাতি পেয়েছে লাল বৃত্ত সবুজ পতাকা। বক্তারা বঙ্গবন্ধুর হত্যাকান্ডের দন্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে নিয়ে ফাঁসি কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।

(এমএম/এএস/মার্চ ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test