E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জলবায়ু পরিবর্তন ‘চীনের জন্য হুমকিস্বরূপ’

২০১৫ মার্চ ২২ ১৯:৪৫:৫৫
জলবায়ু পরিবর্তন ‘চীনের জন্য হুমকিস্বরূপ’

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন চীনের ফসল উৎপাদনে একটি বিশাল প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির শীর্ষ আবহাওয়া বিজ্ঞানী ঝেং গুইগ্যাং। ঝেং বলেন, জলবায়ু পরিবর্তন হলে ফসল উৎপাদন হ্রাসের পাশাপাশি পরিবেশগত ক্ষতির সম্মুখীন হবে চীন।

বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

ঝেং জানান, জলবায়ু পরিবর্তন চীনের অবকাঠামোগত ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলবে। ইতোমধ্যে চীন বিশ্বে সর্বাধিক তাপমাত্রার বৃদ্ধিকারী দেশে পরিণত হয়েছে।

বিশ্বে পরিবেশ দূষণকারী দেশ গুলোর মধ্যে চীন শর্ষী স্থানে অবস্থান করছে। ২০৩০ সাল নাগাদ দেশটি গ্যাস নির্গমনকারী দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করবে।

তবে কার্বণ গ্যাস নিঃসরণ কমানোর জন্য দেশটি এখনও পর্যন্ত কোনো টার্গেট নির্ধারণ করেনি।

প্রসঙ্গত, বিশ্বের ৪৫ শতাংশ কার্বন নির্গমন করে চীন ও যুক্তরাষ্ট্র।

(ওএস/এটিআর/মার্চ ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test