E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাইওয়ানে টাইফুন সুডেলরের আঘাতে নিহত ৪

২০১৫ আগস্ট ০৮ ১৪:৪৯:১৮
তাইওয়ানে টাইফুন সুডেলরের আঘাতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার সকালে তাইওয়ানে টাইফুন সুডেলর আঘাত হেনেছে। এতে এ পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাছপালা উপড়ে গেছে এবং বিলবোর্ড ভেঙে পড়েছে। এর প্রভাবে দ্বীপরাষ্ট্রটিতে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়েছে।

টাইফুনে আট বছরের এক বালিকা ও তার মা মারা গেছে। এছাড়া শনিবার সকাল পর্যন্ত আর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উপকূলীয় সুয়াও শহরে রাতে একটি রাজনৈতিক বিলবোর্ড পড়ে এক লোক নিহত হয়েছে।

হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং ৪৩ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এক হাজার ৩শ’ লোক অবস্থান নিয়েছে। সব স্কুল-কলেজ ও কর্মক্ষেত্র শনিবার বন্ধ থাকবে এবং টাইফুন তাইওয়ানের মধ্যাঞ্চল অতিক্রম করছে।

টাইফুন শনিবার রাত ৪ টা ৪০ মিনিটে পূর্বাঞ্চলের হুয়ালিয়েন অঞ্চলের সিউলিন শহরে আঘাত হানে। এতে গাছপালা উপড়ে গেছে এবং একটি বড় বিলবোর্ড একটি ভবনের ওপর ভেঙে পড়েছে। বাতাসের তোড়ে রাস্তায় মোটরবাইক এলোপাথাড়ি পড়ে রয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, এটা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে ভারী বর্ষণ ও প্রবল বাতাস বইছে। তবে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে।

শনিবার সকালে পূর্বাঞ্চলের ইয়ালানের তাতুং শহরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এখানে বৃহস্পতিবার ৪০ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া ব্যুরো বলেছে, সুয়াওতে প্রবল বাতাস বইছে। এখানে ঘন্টায় ২৩৭ কি.মি. বেগে ঝড়ো হাওয়া বইছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৬০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুবিহীন রয়েছে।

কমপক্ষে ৮০ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং উচ্চগতির রেল চলাচল বন্ধ রয়েছে। দুই হাজার পর্যটকসহ চার হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ১শ’ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এখানে ৪৫ হাজারেরও বেশি লোককে আশ্রয় দেয়া যাবে। এছাড়া ত্রাণ কার্যক্রমের জন্য ৩৫ হাজার সৈন্য প্রস্তুত রয়েছে।

(ওএস/এলবিপি/আগস্ট ৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test