E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌদি মসজিদে বোমাহামলায় নিহতদের চারজন বাংলাদেশি শনাক্ত

২০১৫ আগস্ট ০৯ ১০:২৩:৫৫
সৌদি মসজিদে বোমাহামলায় নিহতদের চারজন বাংলাদেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে একটি মসজিদে বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে চারজন বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে।

হামলায় নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের আফাজউদ্দিন ও মো. জীবন এবং কুমিল্লার মইনুল মৃধা ও বেলাল হোসেন রয়েছেন বলে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহীদুল হক জানান।

তিনি জানান, ওই হামলায় আহত আরও বেশ কয়েকজন একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে বাংলাদেশিরাও আছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই এই হামলার নিন্দা জানিয়েছেন। সৌদি বাদশাকে পাঠানো এক শোক বার্তায় যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংহতি জানিয়েছেন তিনি।

শহীদুল হক বলেন, নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে এরইমধ্যে তারা যোগাযোগ করেছেন। পরিবারের মতামতের ভিত্তিতে তাদের লাশ দেশে পাঠানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা শহরে স্থানীয় নিরাপত্তা বাহিনীর দফতরে একটি মসজিদে নামাজ পড়ার সময় আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৭ জন নিহত ও অনেকে আহত হন।

ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নেয়া জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে গত মে মাসে সৌদি আরবের কাতিফ ও দাম্মামের দু’টি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছিল।
(ওএস/এসসি/অাগষ্ট,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test