E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের ঝাড়খণ্ডে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

২০১৫ আগস্ট ১০ ১০:৩১:৪৫
ভারতের ঝাড়খণ্ডে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের দেওঘরে একটি মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ২০ জন।

আজ সোমবার ভোর ৫টার দিকে বৈদ্যনাথ মন্দিরে ভক্তের ভিড়ের চাপে এ হতাহতের এ ঘটনা ঘটে। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া আহতের সংখ্যা অর্ধ শতাধিক বলে জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, প্রতিবছর শ্রাবণ মাসে ভক্তরা বৈদ্যনাথ মন্দিরে জড়ো হয়ে শিবের মাথায় গঙ্গাজল ঢেলে আচার পালন করেন। আজ ভোরে মন্দিরের বাইরে হাজার হাজার মানুষের লাইনের মধ্যে আগে যাওয়াকে কেন্দ্র করে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে পদপিষ্ট হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরো বলা হয়, ভারতে হিন্দুদের বিভিন্ন তীর্থস্থানে প্রতিবছরই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অনেক মানুষের মৃত্যু হয়। ২০০৭ সালে দেওঘরের ওই মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। গত অক্টোবরে মধ্য প্রদেশের রত্নগড়ের এক মন্দিরে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ মারা যান ৯১ জন। এ ছাড়া ২০১১ সালে কেরালায় আরেক একইভাবে শতাধিক মানুষের মৃত্যু হয়।

(ওএস/এসসি/আগষ্ট১০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test