E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নিলয় হত্যায় পদক্ষেপ নেবে বাংলাদেশের অসাম্প্রদায়িক সরকার’

২০১৫ আগস্ট ১০ ১৪:৫৪:১৭
‘নিলয় হত্যায় পদক্ষেপ নেবে বাংলাদেশের অসাম্প্রদায়িক সরকার’

আন্তর্জাতিক ডেস্ক : ব্লগার নীলাদ্রি চক্রবর্তী (নিলয় নীল) হত্যার ঘটনায় বাংলাদেশের অসাম্প্রদায়িক সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

কলকাতার বিরাটিতে স্থানীয় সময় রবিবার রাতে ইলিশ উৎসবে তিনি এ কথা বলেন।

নীলয় হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ত্রিপুরার পাশের একটা রাষ্ট্র। সেখানকার খবর কেবল ত্রিপুরাতেই নয়, ভারতের সব রাজ্যেই পৌঁছায়। বাংলাদেশে যেভাবে একজন ব্লগারকে হত্যা করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তবে আমি নিশ্চিত, বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক সরকার আছে এবং তারা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে।’

এ সময় ছিটমহল বিনিময় প্রসঙ্গে তিনি বলেন, ‘ছিটমহল বিনিময় একটা অসাধারণ পদক্ষেপ। ১৯৭১ সালে ইন্দিরা-মুজিব চুক্তির পর পরই এটা হওয়া উচিত ছিল।’

তিস্তা চুক্তিও মোদি সরকারের এজেন্ডার মধ্যেই আছে বলে জানান তিনি।

তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনো নদীর ভাটিতে যারা থাকে সেই সব রাষ্ট্রের পানির প্রতি তাদের অধিকার আছে (লোয়ার রিভারাইন স্টেট)। তবে কতটা পানি দেওয়া হবে সেটা পরিমাপের বা আলোচনার বিষয়। ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে ভারতের পাঞ্জাবের মধ্যে একটা নদী চুক্তি হয়েছিল। পাকিস্তানের সঙ্গে ভারতের এত যুদ্ধ হওয়ার পরও সেই চুক্তি অটুট আছে।তাই বাংলাদেশের সঙ্গে কেন এই চুক্তির বাস্তবায়ন হবে না? এই চুক্তির বাস্তবায়ন অনেক আগেই হওয়া উচিত ছিল।’

(ওএস/এএস/আগস্ট ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test