E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেট ভবন ও থানায় হামলা

২০১৫ আগস্ট ১১ ১৩:৩০:৫৩
ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেট ভবন ও থানায় হামলা

নিউজ ডেস্ক: সোমবার তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেট ভবন ও একটি থানায় হামলা চালানো হয়েছে। কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে সরকারের বিমান হামলার প্রেক্ষাপটে উত্তেজনা বেড়ে চলেছে।

সরকারি বার্তা সংস্থা আনাতোলিয়ার খবরে বলা হয়, মধ্যরাতের পরপরই ইস্তাম্বুলের এশিয়া অংশের সুলতানবেলি এলাকায় একটি থানায় সন্দেহভাজন এক আতœঘাতী বোমা হামলাকারি বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে ১০ জন আহত হয়। এদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছে।

পরে অপর কুর্দি জঙ্গিরা ওই থানায় হামলা চালানোয় সেখানে রাতভর পুলিশের সাথে সংঘর্ষ অব্যাহত থাকে।

ভোরে পুলিশের হামলায় দুই জঙ্গি নিহত হলেও তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

এনটিভি টেলিভিশনের খবরে বলা হয়, সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হলেও সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি।

এদিকে তুরস্কের টেলিভিশনের খবরে বলা হয়, সোমবার ভোরে সশস্ত্র দুই ব্যক্তি ইস্তাম্বুলের উপকণ্ঠে বসফোরাসে ইস্তিনিয়ে এলাকায় অবস্থিত কঠোর নিরাপত্তাধীন মার্কিন কনস্যুলেট ভবনে হামলা চালায়।

তুরস্কের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পরে সেখানে ওই দুই জঙ্গিকে গ্রেফতারে অভিযান চালানো হয় এবং আহত অবস্থায় একজনকে গ্রেফতার করা হয়। সেখানে হামলাকারিদের মধ্যে একজন নারী ছিল।

এ দুই হামলা এমন এক সময় চালানো হলো যখন নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে তুরস্ক ও ইরাকের উত্তরাঞ্চলে সরকারের জোরদার অভিযানে দেশটির রাজপথে উত্তেজনা বিরাজ করছে।

(ওএস/এলপিবি/আগস্ট ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test