E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশের সঙ্গে তর্ক করে জরিমানা দিলেন মন্ত্রীপুত্র

২০১৫ আগস্ট ১৩ ১২:৩৩:০৩
পুলিশের সঙ্গে তর্ক করে জরিমানা দিলেন মন্ত্রীপুত্র

আন্তর্জাতিক ডেস্ক :পুলিশের সঙ্গে তর্ক করে জরিমানা দিলেন মন্ত্রীপুত্র ।আইন  সবার জন্যই
এক। তাই, পুলিশ কিছু না-বললেও তিনি নিজেই ঘটনার কথা শুনে ছেলেকে বাধ্য করলেন এক হাজার টাকা ফাইন দিতে। ছেলের অপরাধ, পুলিশের মুখে মুখে তর্ক করা।

দিবাকর রাওতে মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী। যিনি পরিবহনমন্ত্রী, তাঁর ছেলে রাস্তায় এটুকু করবেন না? দিবাকর রাওতের বছর ৩৮-এর ছেলে উমেশ তাই মুম্বাইয়ের রাতের রাস্তার পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন। পুলিশের সন্দেহ ছিল, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন উমেশ। তারা অ্যালকোহল টেস্ট করতে গেলে, বেঁকে বসেন উমেশ ও তাঁর এক বন্ধু। পুলিশকে বাধা দেন। বুধবার সকালে ছেলের এই কীর্তির কথা জেনে ভীষণ চটেন শিবসেনার এই মন্ত্রী। ছেলেকে নির্দেশ দেন, 'কর্তব্যরত ওই পুলিশের কাছে গিয়ে তুমি জরিমানা দাও।' একজন সরকারি চাকুরের কাজে বাধা দেওয়া যে অপরাধ, ছেলেকে তা স্মরণ করিয়ে দেন।

মন্ত্রী পরে সাংবাদিকদের জানান, পুলিশ তার ডিউটি করছিল। তারা প্রত্যেক গাড়িতে তাল্লাশি চালাচ্ছিল। অনেককে জরিমানাও করেছে। আমি মন্ত্রী হওয়া সত্ত্বেও আমার ছেলে যে অপরাধ করে পার পাবে না, সেটা আমি দেখিয়ে দিয়েছি। তবে, তাঁর ছেলে উমেশ নেশাটেশা করেন না বলেই দাবি মন্ত্রীর। যে কারণে, পুলিশ অ্যালকোহল টেস্ট করতে গেলে, ও মেজাজ হারায়।

(ওএস/এসসি/আগষ্ট১৩,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test