E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চীনে বিস্ফোরণ, নিহত ১৭

২০১৫ আগস্ট ১৩ ১২:৩৯:৪১
চীনে বিস্ফোরণ, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক :চীনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ ছাড়া বিস্ফোরণে আহত হয়েছে ৩০০ জন। বন্দরনগরী তিয়ানজিনে একটি বিস্ফোরক দ্রব্যের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে পর পর দুটি বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন চীনের কর্মকর্তারা।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় গতরাত ১১টার দিকে পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। যার শকওয়েভ বা ধাক্কা পৌঁছে যায় কয়েক কিলোমিটার দূর পর্যন্ত। সূত্র আরো জানায়, প্রথম বিস্ফোরণটির শক্তি ছিল তিন টন টিএনটির সমপরিমাণ। তবে পরেরটির শক্তি ছিল ২১ টন টিএনটির মতো। চারপাশের বহু ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়। অনেকগুলোতে ফাটল দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর আগুনের কুণ্ডলি রাতের আকাশকে একেবারে আলোকিত করে তোলে। বহু দুর থেকে যা দেখা যায় তা। অনেকে ভাবেন ভূমিকম্প হচ্ছে। এ সময় বহু মানুষজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। তবে দিনের আলো ফোটার পর স্পষ্ট হয় চারপাশে বেশ কিছু ভবন গুঁড়িয়ে গেছে। দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে বহু কন্টেইনার। আজ সকালেও সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

বিস্ফোরণের ফলে আশপাশের বিশাল এলাকাজুড়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। শহরের হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে আহতদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(ওএস/এসসি/আগষ্ট১৩,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test