E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চীনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

২০১৫ আগস্ট ১৩ ১৪:১৯:৩৬
চীনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর তিয়ানজিনে পণ্য গুদামে জোড়া বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে গিয়ে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১২ জন অগ্নিনির্বাপক দলের কর্মী বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার চীনের অগ্নিনির্বাপক সংস্থার সদর দফতর থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিস্ফোরণের এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ৫২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সিনহুয়া।

এদিকে, এই বিস্ফোরণের ঘটনায় অগ্নিনির্বাপণ চেষ্টা স্থগিত ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনাস্থলে কি পরিমাণ ‘বিপজ্জনক পণ্য’ রয়েছে, তা জানা না যাওয়ায় বৃহস্পতিবার বিনহাই নতুন জেলা কর্তৃপক্ষ এ নির্দেশ জারি করে।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তিয়ানজিনে বিস্ফোরক দ্রব্যের একটি চালান তিয়ানজিনের ওই গুদামে নেওয়ার সময় প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এর ৩০ সেকেন্ড পর দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বিতীয়টি প্রথমটির চেয়ে অনেক বেশি শক্তি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে ৩৬ জন অগ্নিনির্বাপক কর্মীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের ভাগ্যে কি ঘটেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।

(ওএস/এএস/আগস্ট ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test