E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোমায় বিধ্বস্ত ভবনে চাপা পড়েছেন পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭

২০১৫ আগস্ট ১৬ ১৫:১০:১০
বোমায় বিধ্বস্ত ভবনে চাপা পড়েছেন পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদার কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন অন্তত সাতজন। এছাড়া বোমায় বিধ্বস্ত ভবনের নিচে আরও অনেকের সঙ্গে চাপা পড়ে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদাও। তিনি জীবিত না মৃত তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

রবিবার দুপুরে পাঞ্জাবের আটকে অবস্থিত খানজাদার রাজনৈতিক কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খানজাদা কার্যালয়েই ছিলেন। খানজাদার পুত্র সোহরাব খানজাদা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনও জানা না গেলেও এক আত্মঘাতী হামলাকারী ওই ভবনে এসে নিজেকে উড়িয়ে দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গত ২০১৪ সালের অক্টোবর মাসে পাকিস্তানের বৃহত্তম এ প্রদেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন সুজা খানজাদা। দায়িত্ব গ্রহণের পর থেকেই পাঞ্জাবে তৎপর বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন তিনি।

সম্প্রতি পাঞ্জাব পুলিশের এক অভিযানে পুত্র সহ নিহত হন কট্টরপন্থি জঙ্গি সংগঠন লস্কর ই জংভির প্রধান মালিক ইসহাক। ধারণা করা হচ্ছে ওই ঘটনার প্রতিশোধ নিতেই সুজা খানজাদাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। যদিও এই ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি।

এদিকে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীরা। পাশাপাশি সামরিক বাহিনীর বিশেষজ্ঞরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পাঞ্জাবের ক্ষমতাতেও রয়েছে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)।

(ওএস/এএস/আগস্ট ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test