E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইন্দোনেশিয়ার নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষের সন্ধান

২০১৫ আগস্ট ১৭ ১০:৩৯:২৫
ইন্দোনেশিয়ার নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : ৫৪ আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার ট্রাইগানা এয়ারের প্লেনটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে বলে কৃর্তপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় দুর্গম প্রদেশ পাপুয়ায় এই ধ্বংসাবশেষ পাওয়া যায়।

 
 
 

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী জানান, ওই এলাকার বিনতাং হাইল্যান্ড অঞ্চলে স্থানীয়রা প্লেনটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন।

এছাড়া নিখোঁজ প্লেনটির উদ্ধারকাজে অংশগ্রহণকারী একটি দলও সোমবার ওই এলাকার বাতাসে প্লেনটির ধ্বংসাবশেষ শনাক্তের কথা জানায়।

বিনতাং মাউন্টেনস রিজেন্সি পুলিশ প্রধান ইউনূস ওয়াল্লি স্থানীয় একটি সংবাদ সংস্থাকে জানান, ওকসপ ঝরনার কাছে প্লেনটির ধ্বংসাবশেষ দেখা গেছে। সন্ধানকারী একটি দলকে ওই এলাকায় পাঠানো হচ্ছে।

রবিবার বিকেল ৩টার কিছু আগে ৫৪ আরোহী নিয়ে ট্রাইগানা এয়ারের যাত্রীবাহী প্লেনটি নিখোঁজ হয়। এর মধ্যে পাঁচজন শিশু, ৪৯ জন যাত্রী এবং পাঁচ জন ক্রু। এ সময় প্লেন বিধ্বস্তের খবর আসা এলাকার ওপর দিয়েই উড়ছিল ধ্বংসাবশেষ পাওয়া প্লেনটি।

ইন্দোনেশিয়ার জরুরি অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, পাপুয়ার রাজধানী জয়াপুরার সেন্তাই এয়ারপোর্ট থেকে রোববার দুপুর সোয়া ২টার দিকে পার্শ্ববর্তী অকসিবিলের উদ্দেশে উড্ডয়ন করে উড়োজাহাজটি। ৪৫ মিনিটেই সেটির গন্তব্যে পৌঁছানোর কথা। কিন্তু ৩টার কিছু সময় আগেই ট্রাইগানা এয়ারের এটিআর ৪২ টারবোপ্রোপ উড়োজাহাজটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

এর পরপরই বাসারনাস’র তত্ত্বাবধানে শুরু হয় অনুসন্ধান ও উদ্ধার অভিযান। কিন্তু রাত হয়ে যাওয়ায় অনুসন্ধান তৎপরতা শুরুর কিছু পরই তা স্থগিত করা হয়।

(ওএস/এএস/আগস্ট ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test