E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

 
 

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ১১০

২০১৫ আগস্ট ১৭ ১১:০০:১২
সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ১১০

অান্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী অধিকৃত দুমা শহরের একটি মার্কেটে সরকার সমর্থিত বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ১১০ জন নিহত এবং অন্তত তিনশ লোক আহত হয়েছেন। রোববার ওই হামলা চালানো হয়। খবর বিবিসির। এ নিয়ে আসাদবিরোধীদের নিয়ন্ত্রিত ওই শহরটিতে এক সপ্তাহের মধ্যে দুইবার হামলা চালানো হলো।

 
 

খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, হতাহতদের বেশির ভাগই বেসামরিক লোক।

দুমার স্থানীয় ফটোগ্রাফার ফারিয়াস আব্দুল্লাহ আলজাজিরাকে জানান, দুমা অঞ্চলের মধ্যে ওটিই সবচেয়ে মার্কেট। যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হয়।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার দুমা শহরের ওই একই মার্কেটে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ২৭ জন লোক নিহত হয়। যার বেশির ভাগই বেসামরিক লোক। দুমা শহরটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের নিয়ন্ত্রণে।

(ওএস/এএস/আগস্ট ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test