E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শত বছরের পুরনো চিঠি ভাসমান বোতলে

২০১৫ আগস্ট ২৬ ১৬:৩১:০৯
শত বছরের পুরনো চিঠি ভাসমান বোতলে

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসে জার্মানীর আমরাম সমুদ্রতীরে এক দ্বীপে ছুটি কাটানোর সময় ম্যারিয়ান উইঙ্কলের সমুদ্রতীরে একটি বোতল খুঁজে পান।

মেরিন বায়োলোজিক্যাল এসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি সাগরে ভেসে আসা একটি বোতলের ভেতর যে পোস্টকার্ড পাওয়া গেছে তার বার্তাটি শত বছরের পুরনো। ১০৮ বছরেরও বেশি সময় আগে এই বোতলটি সাগরে ছুঁড়ে ফেলা হয়েছিল। সুত্র: বিবিসি

গবেষকদের ধারণ, ১৯০৪ থেকে ১৯০৬ সালের মাঝামাঝি কোনও এক সময় বোতলটি উত্তর মহাসাগরে ছোঁড়া হয়েছিল।

পোস্টকার্ডে বলা হয়েছে বোতলটি যের যুক্তরাজ্যের 'মেরিন বায়োলজিকাল অ্যাসোসিয়েশন' এর ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে, সমুদ্রের ঢেউয়ের গতিবিধি নিয়ে গবেষণার অংশ হিসেবে তারা প্রায় এক হাজার বোতল সমুদ্রে ছুঁড়ে ফেলেছিলেন।

জর্জ পার্কার বিডার নামে একজন গবেষক এ বোতলগুলো নিয়ে গবেষণা চালিয়েছিলেন। প্রতিটি বোতলে একটি করে পোস্টকার্ড ঢুকিয়ে দেয়া হয়।

পোস্টকার্ডে লেখা ছিল, বোতল ফেরত দেয়ার বিনিময়ে প্রত্যেককে এক শিলিং করে দেয়া হবে।

জার্মানির ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী ম্যারিয়ান উইঙ্কলেরকে বোতলটির জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি পুরনো আমলের শিলিং দেয়া হয়েছে।

(ওএস/এলপিবি/আগস্ট ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test