E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভার্জিনিয়ায় দুই টিভি সাংবাদিকের হত্যাকারীর আত্মহনন

২০১৫ আগস্ট ২৭ ১১:২২:০০
ভার্জিনিয়ায় দুই টিভি সাংবাদিকের হত্যাকারীর আত্মহনন

আন্তর্জাতিক ডেস্ক :টেলিভিশনে লাইভ সাক্ষাৎকার চলার সময় মার্কিন টিভি রিপোর্টার অ্যালিসন পার্কার ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ডকে গুলি করে হত্যায় দায়ী ব্যক্তি পুলিশের ধাওয়া খেয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। আততায়ী নিজেও ওই চ্যানেলের একজন সাবেক রিপোর্টার ভেস্টার লি ফ্লানাগান। মার্কিন টেলিভিশন চ্যানেল ডাব্লিউডিবিজে-তে কাজ করতেন তাঁরা। গত বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মনেটা শহরে এ ঘটনা  ঘটে।

হত্যাকাণ্ডের পরপরই ভেস্টার লি ফ্লানাগান এবিসি টেলিভিশনে পাঠানো একটি ফ্যাক্স বার্তায় নিজেকে 'বারুদের স্তুপ' বলে বর্ণনা করেন। চার্চে হামলার ঘটনার পর তিনি ফেটে পড়তে চাইছিলেন বলে দাবি করেন তিনি। ওই বার্তায় তিনি আরো দাবি করেন, নিজে সমকামী ও কৃষ্ণাঙ্গ হওয়ায় আমেরিকায় তিনি বৈষম্য আর বিদ্রুপের শিকার হয়েছেন। তাঁকে ধরার জন্য পুলিশ অভিযান চালালে তিনি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে গুলি করেন। ঘটনার পর হোয়াইট হাউজ বলেছে, "এই হামলার ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি কতটা জরুরি।

চ্যানেলটির কর্তৃপক্ষ জানিয়েছে, রিপোর্টার অ্যালিসন পার্কার এবং ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড ঘটনাস্থলেই নিহত হন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ওই নারী সাংবাদিক তাঁর অতিথির সাক্ষাৎকার নেওয়ার আগে হাসিঠাট্টা করছিলেন। এর পরপরই কয়েক দফা গুলির শব্দ। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে লুটিয়ে পড়েন ওই সাংবাদিক। এ সময় তাঁর ক্যামেরাটিও মাটিতে পড়ে যায়। তবে ক্যামেরা চলছিল তখনও। এতে দেখা যায়, কালো পোশাক পরা এক ব্যক্তি হাতে বন্দুক নিয়ে দ্রুতগতিতে স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন।


(এনএএম/এসসি/আগস্ট২৭,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test