E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লিবীয় উপকূলে উদ্ধার হওয়া ৪৭ জনকে দেশে ফেরত আনা হবে

২০১৫ আগস্ট ২৯ ১২:০৩:৪২
লিবীয় উপকূলে উদ্ধার হওয়া ৪৭ জনকে দেশে ফেরত আনা হবে

নিউজ ডেস্ক: লিবীয় উপকূলের কাছে কয়েকশ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ডুবে যাওয়া দু’টি নৌকায় জীবিত উদ্ধার হওয়া ৪৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হবে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম জানিয়েছেন, লিবীয় উপকূলে ডুবে যাওয়া নৌকা দু’টিতে বিভিন্ন দেশের কয়েকশো অভিবাসন প্রত্যাশীর সাথে শিশু এবং মহিলাসহ ৫৪ জন বাংলাদেশি ছিল। এর মধ্যে ৪৭ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে শিশুসহ নিহত সাতজন বাংলাদেশির মৃতদেহ দূতাবাসের কর্মকর্তাদের দেখতে দেয়া হয়নি। কারণ মৃতদেহ দেখার জন্য এখনও কোন বিদেশী কূটনীতিককে সুযোগ দেয়া হচ্ছে না।

ঐ কর্মকর্তা আরও জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে মহিলাদের বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেয়া সম্ভব হয়েছে।

বাকিরা ত্রিপোলি কর্তৃপক্ষের ডিটেনশন সেন্টারে রয়েছে।

নৌকা ডুবে নিহতদের মধ্যে শিশুসহ সাতজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে।

এখন এই বাংলাদেশিদের দেশের ফেরত আনতে আইওএম এর সহায়তা নেয়া হবে।

মি: ইসলাম জানাচ্ছেন, লিবিয়ার বর্তমান নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে এই বাংলাদেশিরা ইউরোপে অভিবাসী হওয়ার চেষ্টা করছিলেন।

তিনি বলেন, নিরাপদ ও উন্নত জীবনের আশায় লিবিয়ায় বসবাসরত বিদেশীরা আগে থেকেই ওই দেশ ছাড়ছিলেন, তবে পরিবারসহ বাংলাদেশিরা লিবিয়া ছাড়ার চেষ্টা করছেন এমনটা প্রথমবারের মতো ঘটেছে।

শুক্রবারই লিবীয় উপকূলে কয়েকশ অভিবাসী প্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবেছে। অস্ট্র্রিয়ার পরিত্যক্ত এক লরিতে ৭১ জন অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে।

(ওএস/এলপিবি/আগস্ট ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test