E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিরাপত্তা বিলের প্রতিবাদে জাপানে ছাত্রদের অনশন

২০১৫ আগস্ট ২৯ ১২:৩৫:১৩
নিরাপত্তা বিলের প্রতিবাদে জাপানে ছাত্রদের অনশন

আন্তর্জাতিক ডেস্ক: টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র জাপানে নিরাপত্তা বিলের প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করেছে।

সমালোচকরা আশঙ্কা করছে বিলটি পাশ হলে জাপান বিদেশে যুদ্ধে জড়িয়ে পড়বে।

জাপানের ন্যাশনাল বার অ্যাসোসিয়েশন এই পরিবর্তন বাস্তবায়ন প্রতিরোধে সচেষ্ট হওয়ার মাত্র কয়েক দিন পরই ছাত্ররা এই প্রতিবাদ করল।

বিলটি পাশ হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বারের মতো জাপানের সৈন্যরা বিদেশে যুদ্ধে অংশ গ্রহণ করতে পারবে।

বৃহস্পতিবার বিকেলে ডায়েট ভবনের সামনে চার ছাত্র অনশন শুরু করে। বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলছে। সূত্র: এএফপি

অনশনকারীরা জানান, যতক্ষণ পর্যন্ত তারা ‘শারীরিকভাবে সক্ষম’ থাকবেন ততক্ষণ পর্যন্ত তারা খাবার ও পানি গ্রহণ করবেন না।

অনশনকারীদের ১৯ বছর বয়সী ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শোতারো কিমোতো বলেন, ‘অনশন পালনের মাধ্যমে একজন তার জীবনকে হুমকির দিকে ঠেলে দেয়। কিন্তু আমি মনে করি সরাসরি এই বিলটির বিরোধিতা করার অন্য কোন উপায় নেই।’

তিনি আরো বলেন, ‘সংসদে এই বিলটি নিয়ে বিতর্ক বন্ধ হলে আমাদের লক্ষ্য অর্জিত হবে।’

প্রস্তাবিত নতুন বিধিতে জাপান বা তার জনগণের জন্য প্রত্যক্ষ কোন হুমকি না থাকলেও আত্মরক্ষা বাহিনীর সৈন্যরা মিত্র রাষ্ট্রকে রক্ষা করতে বিদেশে রণাঙ্গণে যেতে পারবে।

গত মাসে জাপানের শক্তিশালী নিম্নকক্ষে বিলটি পাশ হয়।

(ওএস/এলপিবি/আগস্ট ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test