E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুম্ভমেলায় পাপামোচনে পবিত্র স্নান

২০১৫ আগস্ট ২৯ ১৫:৩৪:১৫
কুম্ভমেলায় পাপামোচনে পবিত্র স্নান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কুম্ভ মেলায় পাপমোচনের লক্ষ্যে হাজার হাজার লোক পবিত্র জলে স্নান করেছেন। শনিবার গোদাবরি নদীর নাশিক পয়েন্টে এ স্নানপর্ব অনুষ্ঠিত হয়।

পবিত্র নদীতে হিন্দুদের স্নানের জন্যে কুম্ভ মেলা প্রতি তিন বছর পর চারটি স্থানে অনুষ্ঠিত হয়। এ চার স্থানের মধ্যে উল্লেখযোগ্য নাশিক। এখানে প্রতি ১২ বছরে একবার পুণ্যার্থীদের ঢল নামে।

আগেরবার ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা রোধে কর্তৃপক্ষ এবার নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করেছে। ফলে নির্বিঘ্নে পুণ্যার্থীরা তাদের স্নানপর্ব শেষ করতে পেরেছেন বলে দাবি করেছেন আয়োজকরা।

ভারতের মহরাষ্ট্র রাজ্যের নাশিকের জেলা তথ্য কর্মকর্তা জানান, আগেরবারের মতো এবার তেমন কিছুই ঘটেনি। স্নানপর্ব ভালো ভাবেই শেষ হয়েছে।

উল্লেখ্য, মুম্বাই থেকে ১৬০ কিলোমিটার দূরে গোদাবরি নদীর তীরে নাশিকে গত ২০০৩ সালের কুম্ভমেলায় পদদলিত হয়ে ৩৯ পুণ্যার্থী প্রাণ হারান।

কুম্ভমেলার চারটি স্থানের মধ্যে নাশিক চমৎকার। এখানে স্নানের জন্যে দুটি জায়গা রয়েছে। একটি নাশিক আরেকটি ত্রিম্বাকেশ্বর মন্দির ঘাট। শনিবার ভোরের দিকেই ত্রিম্বাকেশ্বর মন্দির ঘাটে সাধুরা তাদের স্নান শুরু করেন। এরপরই ভক্তদের স্নানের সুযোগ দেয়া হয়।

দু'মাস ধরে চলা কুম্ভমেলায় আরো দুদিন বড়ো আয়োজনে স্নান অনুষ্ঠিত হবে। এর একটি আগামী ১৩ সেপ্টেম্বর ও অপরটি ১৮ সেপ্টেম্বর।

(ওএস/এলপিবি/আগস্ট ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test