E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তানে আইএস নিষিদ্ধ

২০১৫ আগস্ট ২৯ ১৫:৪৭:৫৯
পাকিস্তানে আইএস নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। সিরিয়া এবং ইরাকের পর জঙ্গি এ সংগঠনটি পাকিস্তানে তাদের উপস্থিতি বাড়াচ্ছে এমন খবর অস্বীকার করে পাকিস্তান কর্তৃপক্ষ আইএসকে নিষিদ্ধ ঘোষণা করে। খবর দ্য ইন্ডিয়ান একপ্রেসের।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পাকিস্তানে ইসলামিক স্টেট (আইএস) বা দায়েশকে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে আরবি ভাষায় তাদের ব্যানার ও দেয়াল লিখনও নিষিদ্ধ করা হয়েছে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে চরমপন্থী এ জিহাদি গোষ্ঠীকে নিষিদ্ধ করা হলো। আন্তর্জাতিক এই জিহাদি গোষ্ঠীর কার্যক্রম সম্পর্কে পাক সরকারকে নিয়মিত অবগত করতো পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে জাতিসংঘও আইএসকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

এর আগে, গত বছর তালেবানের উচ্চ পর্যায়ের বেশ কিছু নেতা আইএসে যোগ দেয়। আফগানিস্তানের ভেতরে এবং পাকিস্তান সীমান্তে তালেবান যোদ্ধারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে। তালেবানের শীর্ষ নেতা মোল্লাহ ওমরের মৃত্যুর পর আফগানিস্তানে আইএসের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।

(ওএস/এএস/আগস্ট ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test