E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানামায় বোমা বিস্ফোরণে এক পুলিশ নিহত, আহত ৭

২০১৫ আগস্ট ২৯ ১৫:৪৮:২৮
মানামায় বোমা বিস্ফোরণে এক পুলিশ নিহত, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামার শিয়া প্রধান এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি বিস্ফোরণে এক পুলিশ নিহত ও অপর সাত জন আহত হয়েছে।

তথ্যমন্ত্রী ইসা আব্দুলরহমান আল হাম্মাদি বলেন, এই বিস্ফোরণে আহতদের মধ্যে ৪ পুলিশ রয়েছে। এদের একজনের অবস্থা গুরুতর।

তিনি আরো বলে, কারানাহ্ উপকণ্ঠে এই বিস্ফোরণে এক দম্পতি ও তাদের এক শিশুও আহত হয়েছে। সূত্র: এএফপি

মন্ত্রী আরো বলেন, গত মাসে কর্তৃপক্ষ যেই বোমাটি উদ্ধার করেছে এটি ‘হুবহু একই রকম’। ওই বোমাটি ‘ইরানে তৈরি হয়েছিল।’

জুলাই মাসে বাহরাইনী কর্তৃপক্ষ ঘোষণা করে যে তারা ইরান থেকে অবৈধভাবে আনা অস্ত্রের একটি চালানের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

এর অল্প কয়েকদিন পর মানামার বাইরে সিতরা দ্বীপে এক বোমা হামলায় ২ পুলিশ কর্মকর্তা নিহত ও অপর ৬ জন আহত হয়েছেন।

বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের গোড়ার দিকে তারা ওই হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশের প্রধান মেজর জেনারেল তারিক আল-হাসান বলেন, ইরানের রেভোল্যুশনারী গার্ডস ও ইরান সমর্থিত শিয়া জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ্র সঙ্গে এই সন্দেহভাজনদের সম্পর্ক রয়েছে।

(ওএস/এলপিবি/আগস্ট ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test