E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

 

সৌদিতে বহুতল ভবনে আগুন : নিহতের সংখ্যা বেড়ে ১১

২০১৫ আগস্ট ৩১ ১১:৫৯:৩৩
সৌদিতে বহুতল ভবনে আগুন : নিহতের সংখ্যা বেড়ে ১১

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জন। এছাড়া আহত হয়েছে আরো ২১৯ জন। স্থানীয় সময় রোববার সকালে দেশটির পূর্বাঞ্চলের খোবার নগরীতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, আরামকোর আবাসিক কমপ্লেক্সের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে বিভিন্ন দেশের কয়েকজন নাগরিকের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। তবে নিহতদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ‘আশংকাজনক’ বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, পার্শ্ববর্তী ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস হেলিকপ্টার নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

বিশ্বের বৃহত্তম তেল কোম্পানিগুলোর অন্যতম আরামকো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রামকোর পক্ষ থেকে জানানো হয়, রেডিয়াম রেসিডেনশিয়াল কমপ্লেক্স নামে আবাসিক প্রকল্পটিতে আটটি ছয়-তলা ভবন রয়েছে। যাতে ৪৮৬টি ইউনিটে সাড়ে নয় হাজারের বেশি কর্মকর্তা ও কর্মচারী পরিবারসহ থাকেন। ভবনগুলো স্থানীয় একটি আবাসিক কোম্পানি থেকে প্রতিষ্ঠানে কর্মরতদের থাকার জন্য ইজারা নেয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহত্তম তেল কোম্পানি আরামকোতে বিশ্বের ৭৭ দেশের ৬১ হাজারেরও বেশি লোক কর্মরত। বিশ্বের ৭৭ দেশের ৬১ হাজারেরও বেশি কর্মী কোম্পানিতে নিয়োজিত রয়েছে।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test