E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সবাই এক না হলে কষ্টে গড়া মালয়েশিয়া ধ্বংস হয়ে যাবে’

২০১৫ আগস্ট ৩১ ১৩:৫৮:২৮
‘সবাই এক না হলে কষ্টে গড়া মালয়েশিয়া ধ্বংস হয়ে যাবে’

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার জাতীয় দিবসে সমগ্র জাতিকে এক হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

স্বাধীনতা দিবসে এক ভাষণে সোমবার তিনি বলেছেন, সবাই এক না হলে কষ্টে গড়া মালয়েশিয়া ধ্বংস হয়ে যাবে। খবর বিবিসির।

এর আগে শনি ও রবিবার টানা দু’দিন নাজিবের পদত্যাগ দাবিতে হাজার হাজার জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছে। কিন্তু নাজিব রাজাক তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন।

৭০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেননি দাবি করে নাজিব বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের আন্দোলন ‘হারাম’। তিনি পদত্যাগ করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

৫৮তম স্বাধীনতা দিবসে দেওয়া ভাষণে নাজিব বলেছেন, এটা স্পষ্ট যে দেশের বাকি জনগণ (বিক্ষোভকারী ২৫ হাজার ছাড়া) সরকারের পক্ষেই রয়েছেন।

তিনি বলেন, ‘আমরা যা নির্মাণ করেছি তার মধ্যে হেঁটে যাবে, চুরি করবে, কিংবা ধ্বংস করবে— ভেতরের বা বাইরের কাউকেই এটা কতে দেব না।’

প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘আমরা যদি এক না হই, যদি সংহতি হারাই, বন্ধন বিনষ্ট করি, সব সমস্যার সমাধান হবে না। এবং আমরা অনেক কষ্টে যা গড়ে তুলেছি, তার সব ধ্বংস হয়ে যাবে।’

আন্দোলনকারীদের দাবি, শনি ও রবিবারের বিক্ষোভে তিন লাখ জনগণ অংশ নিয়েছিল। কিন্তু পুলিশ বলছে সংখ্যাটা মাত্র ২৫ হাজার। এই আন্দোলনে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও। তিনি নাজিবকে ‘দূষিত নেতা’ বলে অভিহিত করেন। রবিবার রাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ হয়।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test