E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মনিপুরের বিল পাস নিয়ে সহিংসতা: নিহত ৪, আহত ১৩

২০১৫ সেপ্টেম্বর ০২ ১৩:৪৩:৫৭
মনিপুরের বিল পাস নিয়ে সহিংসতা: নিহত ৪, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুরের চুরাচান্দপুর জেলায় সহিংসতায় ৪ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

রাজ্য বিধানসভায় কয়েকটি বিল পাসকে কেন্দ্র করে সোমবার রাতে ওই এলাকা প্রায় রণক্ষেত্রে পরিণত হয়। উত্তেজিত লোকজন একজন মন্ত্রী, একজন এমপি ও পাঁচ এমএলএ’র বাড়িতে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ চুরাচান্দপুরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।

মণিপুরের ৬০ সদস্যের বিধানসভায় একটি বিল পাসকে কেন্দ্র করে এই বিক্ষোভের শুরু। রাজ্যের বিভিন্ন আদিবাসী সংগঠনের অভিযোগ বিল আদিবাসী বিরোধী।

মণিপুর বিধানসভায় সম্প্রতি তিনটি বিল পাস হয়েছে। তার মধ্যে আছে মণিপুর পিপলস বিল ২০১৫ ও মণিপুর ল্যান্ড রেভিনিউ অ্যান্ড রিফর্মস বিল ২০১৫।

কুকি ও নাগা আদিবাসী সংগঠনের অভিযোগ বিলগুলো আর্টিকল ৩৭১ সি ও ১৯৪৭ সালের মণিপুর হিল পিপল অ্যাডমিনিস্ট্রেসন রেগুলেশন অ্যাক্ট বিরোধী। অ্যাক্টটি জমি ও সম্পদের উপর আদিবাসীদের অধিকার সুরক্ষিত করেছিল।

একটি বিল অনুযায়ী ১৯৫১ সালের আগে মণিপুরে এসে যারা বসবাস শুরু করেছিল তাদেরকেই একমাত্র সেই রাজ্যের আদিবাসী হিসেবে গণ্য করা হবে। সম্পত্তিতে অধিকার থাকবে কেবল তাদেরই। ১৯৫১ সালের পর যারা এ রাজ্যে এসেছেন তাদের বহিরাগত হিসেবে গণ্য করা হবে। তাঁদের সম্পত্তির অধিকারও থাকবে না। এমনকি তাদেরকে রাজ্যও ছাড়তে হতে পারে।

কিন্তু রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী মৈরাংথেম ওকেন্দ্র সাংবাদিকদের বলেন, এসব বিল রাজ্যের আদিবাসীদের ওপর কোন প্রভাব ফেলবে না।

(ওএস/এলপিবি/সেপ্টেম্বর ২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test