E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পালমিরার বেল মন্দিরটি ধ্বংস হয়ে গেছে: জাতিসংঘ

২০১৫ সেপ্টেম্বর ০২ ১৩:৫৬:৩০
পালমিরার বেল মন্দিরটি ধ্বংস হয়ে গেছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: স্যাটেলাইট ইমেজ দেখে নিশ্চিত হয়ে জাতিসংঘ জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় সিরিয়ার প্রাচীন শহর পালমিরার বেল মন্দিরটি ধ্বংস হয়ে গেছে বলে।

এর আগে পালমিরার বেল মন্দিরে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। বর্তমানে আইএস জঙ্গিদের দখলে রয়েছে পালমিরা।

সিরিয়ার প্রত্নতত্ত্ব প্রধান আগে বলেছিলেন, দুই হাজার বছরের পুরানো স্থাপনার মৌলিক কাঠামো অক্ষত রয়েছে।

তবে জাতিসংঘের স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, মন্দিরের আর কিছু অবশিষ্ট নেই।

জাতিসংঘের স্যাটেলাইট বিষয়ক ব্যবস্থাপক এইনার বোজোরগো মঙ্গলবার বলেন, স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে, পালমিরার এই মন্দিরের প্রধান ভবনটিই ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, পার্শ্ববর্তী বেশ কয়েকটি কলামও ধ্বংস করা হয়েছে।

স্থানীয় এক ব্যক্তি জানান, মন্দিরের কেবল সীমানা দেয়াল ও প্রবেশদ্বার টিকে আছে।

সোমবার সিরিয়ার প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জাদুঘরের প্রধান মামুন আব্দুলকরিম বলেছিলেন, বেল মন্দিরে বড় ধরনের বিস্ফোরণ হলেও এর বেশির ভাগ অংশ অক্ষত রয়েছে। তবে তার সঙ্গে দ্বিমত পোষণ করেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। স্যাটেলাইট ইমেজ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার পর জাতিসংঘ নিশ্চিত হয় যে, মন্দিরটির আর কিছুই অবশিষ্ট নেই।

(ওএস/এলপিবি/সেপ্টেম্বর ২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test