E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইএসএস'র উদ্দেশে সুয়েজ মহাকাশযান উৎক্ষেপণ

২০১৫ সেপ্টেম্বর ০৩ ১২:০৭:১৮
আইএসএস'র উদ্দেশে সুয়েজ মহাকাশযান উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে সুয়েজ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এতে তিন নভোচারী রয়েছে। সেখানে তাদের পৌঁছাতে দু’দিন সময় লাগতে পারে।

রাশিয়ার নভোচারী সের্গেই ভলকোভ, কাজাখস্তানের আইদিন আইমবেতোভ ও ডেনমার্কের অ্যান্ড্রিয়াস মোজেনসেনকে বহন করা মহাকাশযানটি রাশিয়ার বাইকোনুর উৎক্ষেপণ কেন্দ্র থেকে বুধবার গ্রিনিচ মান সময় ০৪:৩৭টায় উৎক্ষেপণ করা হয়।

মিশন নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ‘নভোচারীরা ভাল আছেন এবং সবকিছু ঠিকঠাক মতো চলছে।’

(ওএস/এলপিবি/সেপ্টেম্বর ৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test