E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফ্যাশন ডিজাইনার নরেন্দ্র মোদি!

২০১৫ সেপ্টেম্বর ০৫ ১৪:০৭:৫৩
ফ্যাশন ডিজাইনার নরেন্দ্র মোদি!

আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র দামোদরদাস মোদি, ভারতের ফ্যাশন-দুরস্ত প্রধানমন্ত্রী। যাঁকে দেখে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ফ্যাশনে মিশেল ওবামাকেও পিছনে ফেলে দিয়েছেন প্রাইম মিনিস্টার মোদি!

সেই মোদি শিক্ষক দিবসের ছাত্র-ছাত্রীদের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় জানিয়ে দিলেন, আমার কোনও ফ্যাশন ডিজাইনারই নেই!

নয়াদিল্লির মানেকশ অডিটোরিয়ামে পড়ুয়াদের মুখোমুখি হয়েছিলেন মোদি। দিব্যাংশ নামে এক ছাত্র তাকে প্রশ্ন করেন, ভারতীয় পোশাককে নতুন করে আন্তর্জাতিক আঙিনায় পৌঁছে দিয়েছেন আপনি। যে ধরনের কুর্তা আপনি পরেন, তার কেতা দেশ দুনিয়ায় খ্যাত হয়েছে। কিন্তু আপনার ফ্যাশন ডিজাইনার কে?

শুনে স্মিত হাসেন মোদি। তার পর বলেন, কে আবার! আমার কোনও ফ্যাশন ডিজাইনার নেই। তবে হ্যাঁ, কিছু লোক দাবি করেন ঠিকই। আমি গায়ে মাখি না। কয়জনকে বলব আর কী-ই বা বলব!

মোদি-কুর্তার ‘জন্ম-কাহিনি’ সম্পর্কে তিনি বলেন, তখন আমি আরএসএসের এক প্রচারক মাত্র। সম্বল বলতে কয়েকটি ফুল হাতা কুর্তা আর কয়েকটি বই। একটা ছোট্ট ব্যাগে সে সব গুছিয়ে নিয়ে ঘুরে বেড়াতাম। নিজের জামাকাপড় নিজেই কাচতাম। একদিন হঠাৎ মনে হল, গুজরাটে এমনিই শীত বিশেষ পড়ে না। তা ছাড়া, ফুল হাতা কুর্তা ব্যাগে অনেকটা জায়গাও নিয়ে নেয়। সেগুলোর হাতা কেটে ‘হাফ স্লিভ’ করে নিলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ! সেই থেকে বেশির ভাগ সময় হাফ হাতা কুর্তা পরে বেড়াই আমি।

পোশাক-আশাকের জন্য প্রায়ই বিতর্কে এসেছেন মোদি। ওবামার সফরে মোদির ‘পিন স্ট্রাইপ উলেন স্যুট’ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। গাঢ় নীল রঙের সেই স্যুটের সারা গায়ে পিন স্ট্রাইপে লেখা ছিল, ‘নরেন্দ্র দামোদরদাস মোদি’। স্যুটের দাম নাকি দশ লাখ টাকা!

মোদির পোশাক-পছন্দ গত দেড় বছরে বারবার সংবাদপত্রের শিরোনাম ছিনিয়ে নিয়েছে। তা সে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তৃতা দেওয়ার সময় তাঁর মাথায় পরা জয়পুরী সাফা (পাগড়ি) হোক বা, সর্দার বল্লভভাই পটেলের জন্মদিনে তাঁর মূর্তিতে মালা দেওয়ার সময় পরা লাল পশমিনা শাল!

মোদী এও বলেন, সাধ্য না থাকলেও তিনি বরাবরই ভালো এবং পরিষ্কার জামাকাপড় পরায় বিশ্বাসী। স্কুলে পড়ার সময় ক্যানভাসের জুতো সাদা রঙ করার জন্য ভাঙা চক কুড়িয়ে আনতেন। স্কুলে যাওয়ার আগে ঘটির মধ্যে কাঠকয়লা রেখে ইস্ত্রি করতেন ইউনিফর্ম!

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test