E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

’মোটা হাতি’ ডাকলে স্বামী বিচ্ছেদ চাইতে পারেন

২০১৬ মার্চ ২৮ ২১:০৯:৫৫
’মোটা হাতি’ ডাকলে স্বামী বিচ্ছেদ চাইতে পারেন

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের রাজধানী দিল্লির একটি আদালত এই বলে রায় দিয়েছে যে স্বামীকে ‘মোটা হাতি’ বলে ডাকলেও সেটা বিবাহ বিচ্ছেদের জন্যে একটি যৌক্তিক কারণ হতে পারে।দিল্লি হাইকোর্ট আজ ২০১২ সালে নিম্ন আদালতের এরকম একটি রায় বহাল রেখেছে।

স্বামীকে ‘মোটা হাতি’ বলে উল্লেখ করলে সেটাকে ‘মানসিক বর্বরতার’ সাথে তুলনা করেছিলো নিম্ন আদালত।পঁয়ত্রিশ বছর বয়সী ওই স্বামীর ওজন ছিলো ১০০ কেজি।

আদালতে তিনি বলেছেন, অতিরিক্ত মোটা হওয়ার কারণে তার স্ত্রী তাকে প্রায়শই ‘মোটকা হাতি’ বলে ডেকে তাকে খোটা দিতেন কারণ তিনি তার যৌন চাহিদা পূরণ করে তাকে সুখী করতে পারতেন না।

বিচারককে উদ্ধৃত করে ভারতীয় পত্রিকায় বলা হয়েছে, “হাতি বা মোটকা হাতি বলে ডাকা, যদিও তিনি মোটা হয়ে থাকেন, এটা আত্ম মর্যাদা ও আত্মসম্মানের ওপর আঘাত হানারই সমান।”

“অবশ্যই এসব ডাকের ব্যাপারে বাদী স্বামী খুব স্পর্শকাতর ছিলেন। এবং বিবাদী স্ত্রী কৌতুক করে তার স্বামীকে এভাবে ডাকেন নি। ডাকেন নি ভালোবাসা কিম্বা কোনো ধরনের আদরের বহিঃপ্রকাশ হিসেবেও।

আর স্ত্রীর বক্তব্য ছিলো স্বামীর এসব অভিযোগ ভ্রান্ত এবং সুনির্দিষ্ট নয়।তবে আদালত তার যুক্তি নাকচ করে দিয়েছে।

(ওএস/এস/মার্চ২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test