E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হোয়াইট হাউসের সামনে মিশেল ওবামার দৌঁড়

২০১৬ মার্চ ৩০ ১৩:৫২:১৭
হোয়াইট হাউসের সামনে মিশেল ওবামার দৌঁড়

হেদায়েত উল্লাহ, নিউ ইয়র্ক : হোয়াইট হাউসে ইস্টার মানডের এক অনুষ্ঠানে শিশুদের দৌঁড় প্রতিযোগিতায় ওয়ান টু থ্রি বলেই দৌঁড় দিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা। গত সোমবার হোয়াইট হাউসের সাউথ লনে শিশুর মেলায় তিনি এ দৌঁড় দেন। এ সময় বারান্দায় দাঁড়িয়ে প্রাণ খুলে হাসছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

গত সোমবার ইস্টার মানডে উপলক্ষে হোয়াইট হাউসে ছিল হাজারো শিশুর নিমন্ত্রণ। রংবেরঙের পোশাকে শিশুরা জড়ো হয় সেখানে। ঝলমলে রোদে মিশেলের সঙ্গে মজার মজার খেলায় মেতে ওঠে তারা। আনন্দ থেকে বাদ যায়নি ওবামা পরিবারের দুই পোষা কুকুর বো ও সানিও। শিশুদের জন্য ছিল ঐতিহ্যবাহী মস্ত বড় ইস্টার এগ রোল। ছিল ইস্টার বানি বা শিশু খরগোশের পুতুল।

ইস্টার মানডে উপলক্ষে ইস্টার এগ রোলের এই প্রচলন বহু পুরোনো। ১৮৭৮ খ্রিষ্টাব্দ থেকে এটি চলে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে অনেক বদল এসেছে। যুক্ত হয়েছে গল্প বলা, গানবাজনা, শরীরচর্চার পরামর্শ, বাস্কেটবল, টেনিস। রয়েছে রান্নার পরামর্শ বা যোগব্যায়াম। এ বছর ফার্স্ট লেডি এই অনুষ্ঠানে আরও একটি নতুনত্ব এনেছেন। তা হলো মজার দৌড় প্রতিযোগিতা।

মার্কিন শিশুদের স্থূলতা কমানোও এই দৌড়ের লক্ষ্য। দৌড়ের আগে মিশেল রীতিমতো উত্তেজিত। বলেন, ‘হোয়াইট হাউসের চারপাশে একদল শিশুর সঙ্গে দৌড় শুরু করছি।’ বারান্দায় দাঁড়ানো ওবামাও কম যান না। মজা করে জানতে চান, দৌঁড়ে তিনিও যোগ দিতে পারবেন কি না? ৩৫ হাজারের বেশি মানুষ ওই দিন হোয়াইট হাউসের সাউথ লনে হাঁটার জন্য টিকিট কাটেন। রাতে বৃষ্টি থাকলেও ওই দিন সকালে ঝলমলে রোদ ওঠে। এ বছর ইস্টার মানডের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, ‘চলো আনন্দ করি।’

ফার্স্ট লেডি বলেন, এবারের ইস্টার মানডেতে তিনি পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে আনন্দ করতে চান। এটি তাঁদের জন্য একধরনের বৈচিত্র্য। শিশুদের সঙ্গে এই আনন্দ তাঁদের মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদী।

(ওএস/এএস/মার্চ ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test