E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রথমবারের মতো সৌদি যাচ্ছেন মোদি

২০১৬ মার্চ ৩০ ১৫:৪৪:০৪
প্রথমবারের মতো সৌদি যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নির্বচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

ফেসবুকে সোমবার মোদি জানান, বাদশাহ সালমানের আমন্ত্রণে ২ অথবা ৩ এপ্রিল তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।

প্রথম কোনো আরব দেশ সফরের উদ্দেশ্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর ও বিস্তৃত করতে সৌদি নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করতে চান তিনি।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ভারতের উন্নয়নে সৌদি ব্যবসায়ীরা যেন সহযাত্রী হয় সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছেন মোদি। সৌদি ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগে আগ্রহী করে তুলতে তিনি কূটনৈতিক পদক্ষেপও চালাচ্ছেন।

মোদি বলেন, ‘আমাদের অর্থনৈতিক অংশীদার বাড়ছে। ভারতের চতুর্থ বৃহৎ বাণিজ্য অংশীদার সৌদি আরব। অপরিশোধিত তেল আমদানিকারক বৃহৎ দেশ ভারতও।’

গত বছরের জানুয়ারিতে বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর শোক জানাতে সৌদি আরবে যান ভারতের ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, একদিনের শোক দিবসও ঘোষণা করে ভারত সরকার। খবর ডনের।

(ওএস/এএস/মার্চ ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test