E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতেও রিজার্ভ চুরির আশঙ্কা, সতর্কতা জারি

২০১৬ মার্চ ৩১ ১৩:৫৭:০২
ভারতেও রিজার্ভ চুরির আশঙ্কা, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের ৮১০ মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনা এই মুহূর্তে সারাবিশ্বে ব্যাপক আলোচিত হচ্ছে।

এ ঘটনার পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই`র যোগসাজশে ভারতের কেন্দ্রীয় ব্যাংকে একই ধরনের রিজার্ভ চুরি যেতে পারে বলে সতর্কতা জারি করেছে নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা সংস্থা।

বৃহস্পতিবার দেশটির প্রভাবশালী দৈনিক দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ পর্যায়ের সরকারি এক কর্মকর্তা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এ সময় তিনি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।

গত ফেব্রুয়ারিতে অজ্ঞাত হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের ৮১০ মিলিয়ন রিজার্ভ ফিলিপাইনের কয়েকটি কেসিনোতে স্থানান্তর করেন। বিশ্বে সাইবার চুরির ঘটনায় এটিকে এ যাবৎকালের সবচেয়ে বড় বলা হচ্ছে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া, জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার সঙ্গে যোগাযোগ করে ওই কর্মকর্তা বলেন, যেখানেই অর্থ পাচার হয়েছিল বা স্থানান্তরের চেষ্টা হয়েছিল, এসবের কিছু ঘটনার সঙ্গে আইএসআই জড়িত। তিনি বলেন, ভারতের ব্যাংক ব্যবস্থায় একই ধরনের ঘটনা ঘটতে পারে। যে কারণে সতর্কতা জারি করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে বিশ্লেষণ করছি এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ও ভারতের ব্যাংক ব্যাবস্থা নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

(ওএস/এএস/মার্চ ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test