E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বন্ধ করা হবে’

২০১৬ মার্চ ৩১ ১৪:২৩:৫৫
‘ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বন্ধ করা হবে’

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ঢল থামাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বন্ধ করা হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

আসামে বিধানসভা নির্বাচন উপলক্ষে বুধবার ওই রাজ্যে বেশ কিছু সমাবেশে অংশ নেন রাজনাথ সিং। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজনাথ। এসময় ভারতে বাংলাদেশি অনুপ্রবেশের জন্য বিরোধীদল কংগ্রেসকে দায়ী করেন তিনি।

আসামের দুলিয়াজানে এক নির্বাচনী সমাবেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসামের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার কয়েক বছর ধরেই অবৈধ অভিবাসীদের বিষয়টি অবজ্ঞা করে আসছে এবং এর বিরুদ্ধে তারা কোনো কার্যকর পদক্ষেপও নেয়নি। এখন অবৈধ অভিবাসীদের থামাতে আসামে এমন একটি রাজ্য সরকার দরকার যারা আমাদের সাহায্য করবে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করবে। বাংলাদেশের সঙ্গে আসামের মাত্র ২৬৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। রাজ্য সরকারের কার্যকরী সহযোগিতার মাধ্যমে ওই সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।’

সমাবেশে আসামের কংগ্রেস নেতাদের প্রতি প্রশ্ন রেখে রাজনাথ সিং বলেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে। কেন আপনারা তাদের বাধা দেননি? কেন আপনারা সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দেননি?’

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করতে কিছু সময় প্রয়োজন বলে জানান ভারতের এই প্রভাবশালী মন্ত্রী। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে জাল মুদ্রার প্রবেশ ঠেকানোর জন্য তার সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন রাজনাথ সিং।

আসামে বেশ কয়েক বছর ধরে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি আসামের কংগ্রেস সরকার ‘বেশ সহানুভূতিশীল’। যদিও আসাম সরকার তাদের অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামে নির্বাচনী প্রচারে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বলপ্রয়োগ করে ফেরত পাঠানোর হুমকি দেন।

এছাড়া ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের জন্য আসামে প্রচারে গিয়ে মোদি বলেছিলেন, ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা হবে এবং যেসব বাংলাদেশি ভারতে অবৈধভাবে বসবাস করছে তাদের ফেরত পাঠানো হবে।

অবশ্য লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বিষয়টিতে সুর নরম করতে দেখা যায় মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে। খবর হিন্দুস্তান টাইমসের।

(ওএস/এএস/মার্চ ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test