E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভারে ধস

২০১৬ মার্চ ৩১ ১৫:২৭:০০
কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভারে ধস

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের কলকাতার গিরিশ পার্কে গনেশ টকিজের কাছে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে কমপক্ষে ১০ জন মারা গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে আছে আরো দেড়শতাধিক মানুষ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। বিবেকানন্দ উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে একটি গাড়ির উপরে। পুলিশ জানিয়েছে, ভেঙে পড়া অংশের নীচে অনেকেই আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকার্য চলছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, অন্তত ১০ জন মারা গেছে।

অত্যন্ত জনবহুল এই এলাকায় ব্যস্ত সময়ে দুর্ঘটনাটি ঘটে। এই কারণে প্রচুর মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। উদ্ধারকার্যে হাত লাগিয়েছে স্থানীয়েরাও। আনন্দবাজার এক স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে জানায়, সাড়ে ১২টা নাগাদ বোমা ফাটার মতো আওয়াজ শোনা যায়। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। রয়েছেন স্থানীয় পুলিশ অফিসারেরাও। আটকে থাকা লোকেদের উদ্ধার করতে ড্রিল মেশিন দিয়ে কাটা হচ্ছে পাথরের স্ল্যাব।



(ওস/এস/মার্চ৩১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test