E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যেকোন সময় নিখোঁজ বিমানটির খবর

২০১৪ এপ্রিল ০৮ ১৪:২১:৩৪
যেকোন সময় নিখোঁজ বিমানটির খবর

আন্তর্জাতিক ডেস্ক : অনুসন্ধানকারীরা নিখোঁজ বিমানটির ব্যাপারে কয়েক ঘণ্টার মধ্যে খবর দেবেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামুদ্দিন হোসেন। তবে ঘণ্টা কয়েকের মধ্যে সম্ভব না হলে, কয়েক দিনের মধ্যেই ইতিবাচক ঘোষণা দিতে পারবেন তারা।

দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইন্ডিপেন্ডেন্টের সেই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার অনুসন্ধানের অগ্রগতি নিয়ে হিশামুদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হিশামুদ্দিন বলেন, অনুসন্ধানকারীরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছেন বলে তারা আশা করছেন।

ভারত মহাসাগরের দক্ষিণ অংশে অনুসন্ধান চালানোর সময় নিখোঁজ বিমানের অবস্থানের সংকেত পাওয়া গেছে বলে উদ্ধারকারী দল ঘোষণা দেওয়ার পর মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এমন আশাবাদ ব্যক্ত করলেন।

অস্ট্রেলিয়ার উদ্ধারকারী দলের সমন্বয়কারী অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অ্যাংগাস হিউস্টন বিবিসিতে প্রকাশিত খবরে এই সংকেত পাওয়ার খবর জানান।

পানির নিচে তাদের ডাটা রেকর্ডারে গুরুত্বপূর্ণ সংকেত পেয়েছে চীনের উদ্ধারকারী জাহাজ হাক্সিয়ান০১। তবে তথ্যগুলো এখনো যাচাই করে দেখা হয়নি। ওই অংশে অস্ট্রেলিয়া থেকে আরো একটি বিমান পাঠানো হয়েছে অনুসন্ধানের কাজ চালানোর জন্য।

ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচএমএস ও অস্ট্রেলিয়ার একটি জাহাজ সাগরের তলদেশের ওই এলাকায় সংকেত পাঠিয়েছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল হিউস্টন।

তিনি বলেন, দুটি জাহাজই সাগরের তলদেশে ডাটা রেকর্ডারে গুরুত্বপূর্ণ সংকেত পেয়েছে। দুই লাখ ১৬ হাজার কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে দুই হাজার কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের তিনটি এলাকায় সেনাবাহিনীর ১৩টি জাহাজ ও বিমান উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত বিমানটির কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা যায়নি।

উল্লেখ্য, গত চার সপ্তাহ আগে ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় ফ্লাইট এমএইচ৩৭০।

(ওএস/এটি/ এপ্রিল ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test