E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মক্কায় আবারো পদদলনের ঘটনা, আহত ১৮

২০১৬ জুলাই ০৩ ১১:০৬:০২
মক্কায় আবারো পদদলনের ঘটনা, আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের মক্কা নগরীতে মক্কা শরীফের কাছে পদদলিত হয়ে ১৮ জন আহত হয়েছেন। সৌদি আরবের আল রিয়াদ সংবাদপত্রের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে আল আরাবিয়া। প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার শবে কদরের রাতে ভিড়ের চাপে এ ঘটনা ঘটে, তবে আহতদের কারো আঘাত তেমন গুরুতর নয়।

তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং কাউকেই হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। প্রতি বছর রোজার সময় ওমরাহ পালনের জন্য প্রচুর মানুষ মক্কায় হাজির হয়। রোজার শেষ ১০ দিনেই লোক সমাগম সবচেয়ে বেশি হয়।

গত বছর হজের সময় কথিত পদদলনের ঘটনায় দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিহতের সংখ্যা দু্ই হাজার ২৯৭ জন বলা হলেও সৌদি আরব নিহতের সংখ্যা ৭৬৯ জন বলে দাবি করেছে।

চলতি বছর সেপ্টেম্বরে হজের সময় দুর্ঘটনা এড়াতে বেশ কিছু নতুন নিরাপত্তা পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এসব পদক্ষেপের মধ্যে চলতি বছর হাজিদের একটি ইলেকট্রনিক নিরাপত্তা ব্রেসলেট পরতে হবে তাতে তার ব্যক্তিগত তথ্য, বিশেষ করে ঠিকানা ও মেডিকেল রেকর্ড সংরক্ষিত থাকবে বলে শুক্রবার বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতি বছর হজ ও ওমরাহ পালন করতে লাখ লাখ মুসলিম মক্কা নগরীতে সমবেত হন।




(ওএস/এস/জুলাই০৩,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test