E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইরাকে শিয়া মাজারে জঙ্গি হামলা, নিহত ৩০

২০১৬ জুলাই ০৮ ১৬:০৪:৩৭
ইরাকে শিয়া মাজারে জঙ্গি হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত শিয়াদের একটি মাজারে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় ৩০ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন আরো ৫০ জন। ২০০৩ সালের পর দেশটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমা হামলায় ২৯২ জন নিহত হওয়ার মাত্র তিন দিন পর এই হামলা চালানো হল।

জয়েন্ট অপারেশনস কমান্ডের মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বালাদের সাইদ মোহাম্মদ মাজারে আত্মঘাতী বোমা, মর্টার ও বন্দুক হামলা চালানো হয়।

বাগদাদের ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত মাজারটিতে আত্মঘাতী ও বন্দুক হামলার আগে প্রথমেই মর্টার হামলা চালান হয়। পরে দুই আত্মঘাতী হামলাকারী মাজার সংলগ্ন মার্কেটে হামলা চালায়। তখন অন্যান্য জঙ্গিরা নির্বিচারে গুলি চালাতে থাকে।

এদিকে বাগদাদে গত রবিবারের ভয়াবহ হামলার পর ঈদের আগে থেকেই গোটা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থা আরোপ করা হয়েছে। এরই মধ্যে মাজারে হামলার ঘটনাটি ঘটল।

(ওএস/পি/জুলাই ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test