E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের মধ্যপ্রদেশে বন্যায় ১১ জনের মৃত্যু

২০১৬ জুলাই ১০ ১৩:৩৮:৫২
ভারতের মধ্যপ্রদেশে বন্যায় ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত কয়েকদিনে ভারতের মধ্যপ্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এনডিটিভিকে একথা নিশ্চিত করেছেন। গত তিন-চার দিনে রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় আট ব্যক্তির মৃত্যু হয়েছে।

এদের মধ্যে দুইজন ভুপালে এবং টিকমগড়, রেওয়া, ঝাবুয়া, বেতুল, রাইসেন ও পান্নায় একজন করে মারা গেছেন বলে জানিয়েছেন তিনি। রাজ্যের সাতনা জেলার ৪০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।

পুলিশের এক কর্মকর্তা জানায়, বন্যার পানিতে ডুবে এক মোটরসাইকেল চালকের মৃত্যুর হয়েছে। শাহপুর হ্রদ এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সৌরভ কাতিয়ার নামের ২১ বছর বয়সী ওই ব্যক্তি বানের পানিতে ভেসে যান। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এছাড়া শুক্রবার মানদালা ও সিনগ্রাউলি জেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে আরো দুজনের মৃত্যু হয়। হোশাঙ্গাবাদে নর্মদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী চৌহান।

এদিকে কারো পরিবার যদি পানিতে আটকা পরে থাকে তাহলে ১০৭৯ নম্বরে ফোন দিয়ে সাহায্যর জন্য আবেদন করতে পারবে। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোকে পর্যাপ্ত খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

(ওএস/পি/জুলাই ১০, ২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test