E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ট্রেলিয়ায় জয়ী টার্নবুলের জোট

২০১৬ জুলাই ১০ ১৫:০৭:২০
অস্ট্রেলিয়ায় জয়ী টার্নবুলের জোট

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে শেষ পর্যন্ত জয় লাভ করেছে ম্যালকম টার্নবুল। বিরোধী দল লেবার পার্টিকে হারিয়ে ৭৪ টি আসন নিশ্চিত করেছে টার্নবুলের জোট। এর ফলে তার নেতৃত্বাধীন লিবারেল-ন্যাশনাল জোটই সরকার গঠন করতে যাচ্ছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন শুরু হয়। ফল ঘোষণার শুরুর পর থেকেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় দেখা দিতে শুরু করে। সর্বশেষ ফলাফলে টার্নবুলের জোট ১৫০ টি আসনের মধ্যে ৭৪ টি আসন পেয়ে এগিয়েছিল। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেতে তার জোটের আরো তিনটি আসনের প্রয়োজন ছিল। এবার সেই তিনটি আসনে সংসদের এমপিদের সমর্থন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে টার্নবুলের দল।

এদিকে টার্নবুলের নিশ্চিত বিজয় জেনে আগে থেকেই পরাজয় মেনে নেয় বিরোধী দল লেবার পার্টির নেতা বিল শর্টেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের জোট যে বিজয়ী হয়েছে, সেটা পরিষ্কার। ইতোমধ্যে আমি টার্নবুলকে অভিনন্দন জানিয়েছি।’

আটদিন ধরে চলা নির্বাচনে টার্নবুলের জোট বাকি পাঁচটি আসনের মধ্যে দুটি আসন পাবে বলে আশা করেছিল। যা একটি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য যথেষ্ট। কিন্তু ভোট গননার পর দেখা যায় তিনটি আসনই পায় তার জোট।

এদিকে বিজয়ের পরে সিডনিতে দেয়া এক সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, ‘আমরা নির্বাচনে জয়ী হয়েছি। আমরা কোন বিতর্কে না জড়িয়ে নির্বিঘ্নে নির্বাচনে জয়লাভ করেছি। বেশ শান্তিপূর্ণভাবেই আমাদের নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। এখন আমাদের উচ্ছাস করার সময়।’

(ওএস/পি/জুলাই ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test