E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিকা ভাইরাসে এবার প্রথম মৃত্যু আমেরিকায়

২০১৬ জুলাই ১২ ০৯:২৫:০৩
জিকা ভাইরাসে এবার প্রথম মৃত্যু আমেরিকায়

আন্তর্জাতিক ডেস্ক :হাইতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশ মারণ জিকা ভাইরাসের শিকার। এবার মশাবাহিত এই ভাইরাসের আক্রমণে মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রের এক বৃদ্ধের। মার্কিন মুলুকে জিকায় মৃত্যুর এটাই প্রথম ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের উটায় সল্টলেক কাউন্টিতে জিকা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

স্থানীয় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জুন মাসের শেষের দিকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে জিকা আক্রান্ত হয়ে। তদন্তে দেখা গেছে, জিকা ভাইরাস রয়েছে, এমন একটি দেশে সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন ওই ব্যক্তি। ফেরার পরেই প্রথমে কয়েকদিন জ্বর আসে। হাজার ওষুধেও জ্বর সারছিল না। একই সঙ্গে বমি ও শরীর দুর্বল। রক্ত পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস পাওয়া যায়। রক্তে প্লেটলেটস কমতে থাকে। এবং ইন্টারনাল হ্যামারেজ হয়েই শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই ব্যক্তির।

মার্কিন প্রশাসন সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে জিকা ভাইরাস। সে দেশে এই মুহূর্তে ৩০০ অন্তঃসত্ত্বা নারী জিকা আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে প্রশাসন।



(ওএস/এস/জুলাই১২,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test