E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতে ফেরার বদলে আফ্রিকায় যাচ্ছেন জাকির নায়েক

২০১৬ জুলাই ১২ ০৯:২৮:৫৮
ভারতে ফেরার বদলে আফ্রিকায় যাচ্ছেন জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের ফিরে সংবাদ সম্মেলনে যোগ দেয়ার কথা থাকলেও তা বাতিল করে আফ্রিকায় যাচ্ছেন তরুণদের জঙ্গিবাদে 'উৎসাহিত করার' অভিযোগে তদন্তের মুখে থাকা বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েক। সৌদি আরব থেকে তার ভারতে ফেরার নির্ধারিত যাত্রা বাতিল করার কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। নিজের প্রতিষ্ঠিত পিস টিভির মাধ্যমে বাংলাদেশেও ব্যাপক পরিচিতি পাওয়া এই চিকিৎসক আগামী দুই থেকে তিন সপ্তাহ আফ্রিকায় থাকবেন।

ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ভারত সরকার খতিয়ে দেখছে বলে গণমাধ্যমে খবর আসার প্রেক্ষাপটে দেশে ফিরে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে সোমবার মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে আসার কথা বলেছিলেন জাকির নায়েক। পরে সংবাদ সম্মেলন বাতিল করে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক স্কাইপে কনফারেন্স করবেন বলে জানান তিনি। তবে সেটিও তিনি বাতিল করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।

তাদের এক প্রতিবেদনে বলা হয়, প্রবাসে থেকে সোমবার সন্ধ্যায় এক বিবৃতি পাঠিয়ে জাকির নায়েক বলছেন- তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ভারত সরকারের কোনো সংস্থা থেকে এ পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা হয়নি।তিনি বলেন, ভারতের তদন্তকারী সংস্থার কোনো কর্মকর্তাকে তাদের প্রয়োজনীয় কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারলে আমি আনন্দিত বোধ করব।

গত বছর উসকানিমূলক কথাবার্তা বলার অভিযোগে ভারতের কর্নাটক রাজ্যে তাকে নিষিদ্ধ করা হয়৷ ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও তার বিষয়ে তদন্তের কথা একদিন আগেই বলেন।

ঢাকার গুলশানে গত ১ জুলাইয়ের জঙ্গি হামলায় জড়িতদের মধ্যে অন্তত দুজন জাকির নায়েকের মতো ইসলামি বক্তাদের অনুসরণ করত বলে অভিযোগ ওঠে। এরপরই নতুন করে আলোচনায় আসেন ভারতের মহারাষ্ট্রে জন্ম নেওয়া চিকিৎসক জাকির নায়েক।

উগ্রপন্থায় উৎসাহ জোগানোর অভিযোগে সোমবার বাংলাদেশে জাকির নায়েক প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে সরকার। সেই সঙ্গে বাংলাদেশে অনলাইনেও যেন পিস টিভি দেখা না যায় তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে সরকার। টাইমস অব ইন্ডিয়া।





(ওএস/এস/জুলাই১২,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test