E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইতালিতে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

২০১৬ জুলাই ১২ ১৮:৩৪:২৭
ইতালিতে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির দক্ষিণাঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছে বহু লোক।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

উপকূলীয় বারি ও বার্লেত্তা শহরের মধ্যাঞ্চলে একটি সিঙ্গেল লাইনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। জরুরি উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত বগি থেকে যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেছেন।

ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তা রিকার্ডো জিঙ্গারো দাবি করেছেন, নিহতের সংখ্যা আরো বেশি। দুই ট্রেনের কয়েকটি বগি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। ফলে নিহতের সংখ্যা আরো বেশিই হবে- এমনটি আশঙ্কা করছেন ওই কর্মকর্তা।

এ পর্যন্ত যাদের উদ্ধার করা হয়েছে, তার মধ্যে ছোট্ট এক শিশুটিকে বিমানযোগে হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে এ দুর্ঘটনা ঘটল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবহাওয়া ভালো ছিল। এমন আবহাওয়ায় সাধারণত দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা নয়। দিনের আলোয় এমন ভয়াবহ দুর্ঘটনা কেন ঘটল, তার কারণ খুঁজতে এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test