E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জাকির নায়েক
 

২০১৬ জুলাই ১৩ ১৩:৪০:৩২
বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জাকির নায়েক 

নিউজ ডেস্ক :বিতর্কিত ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েক বৃহস্পতিবার স্কাইপের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জাকির নায়েকের মুখপাত্র বলেছেন, সংবাদ সম্মেলনে জাকির নায়েকের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি থাকবেন। তাদের মধ্যে বলিউড তারকা, আইনজীবী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা রয়েছেন।

বর্তমানে জাকির নায়েক সৌদি আরবে আছেন। চলতি সপ্তাহে ভারতের মুম্বাইয়ে তার ফেরার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে আগামীকাল স্কাইপে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।

এর আগে জাকিরের মুখপাত্র জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় একটি সম্মেলনে যোগ দেয়ার জন্য আগামী দুই-তিন সপ্তাহের জন্য ভারত ফেরা পিছিয়েছে তার।

গত ১ জুলাই ঢাকার গুলশানের রেস্তোরাঁয় হামলাকারী পাঁচ সন্ত্রাসীর মধ্যে দুইজন জাকির নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর তার পরিচালিত পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। ভারতও জাকির নায়েকের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখছে।



(ওএস/এস/জুলাই১৩,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test