E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমাদের কথাবার্তায় শান্ত থাকা দরকার’

২০১৬ জুলাই ১৮ ১৩:৪৭:৪৩
‘আমাদের কথাবার্তায় শান্ত থাকা দরকার’

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজ শহরে গতকাল রবিবার বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউস থেকে সরাসরি ভিডিওতে প্রেসিডেন্ট ওবামা সবাইকে ঐক্যবদ্ধ হতে এবং বিভেদ সৃষ্টিকারী ভাষা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই তিন সাহসী পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বোঝা যায় যে, সারাদেশে প্রতিদিন পুলিশ সদস্যরা কতটা ঝুঁকি মোকাবিলা করে। আমাদের চিৎকার করে বলতে হবে এবং আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে, আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার ওপর হামলা কোনো সঠিক কাজ নয়। এখন প্রত্যেকের এমন কথা বলা ও কাজ করা দরকার যাতে দেশের সবাইকে একত্র করা যায়। আর কোনো বিভেদ সৃষ্টি না হয়।’

তিনি আরো জানান, সোমবার ক্লিভল্যান্ডে রিপাবলিকানদের দুই সপ্তাহব্যাপী রাজনৈতিক কনভেনশন শুরু হচ্ছে।

ওবামা বলেন, ‘আমাদের কথাবার্তায় শান্ত থাকা দরকার এবং আমাদের প্রত্যেকের মনকে উদার করতে হবে।’

রবিবার রাতে ব্যাটন রুজ শহরের উত্তরের জাচারি এলাকার সেন্ট জন দ্য ব্যাপ্টিস্ট চার্চে নিহত পুলিশ কর্মকর্তাদের জন্য একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে পুলিশ কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা ছিলেন।

রবিবার ইস্ট ব্যাটন রুজের পুলিশ কর্মকর্তাদের কাছে খবর আসে, এক ব্যক্তি সশস্ত্র অবস্থায় ব্যাটন রুজ শহরের এয়ারলাইনস হাইওয়ে ধরে হাঁটছে। এরপর পুলিশ সেখানে উপস্থিত হলে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি করে। এতে ছয় পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাদের মধ্যে তিনজন মারা যান। বাকি পুলিশ সদস্যদের সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হতাহত ব্যক্তিরা ব্যাটন রুজ পুলিশ বিভাগ ও ইস্ট ব্যাটন রুজ প্যারিশ শেরিফ দপ্তরে কর্মরত ছিলেন।

সম্প্রতি পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় নিরস্ত্র দুই কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক নিহত হন। এর প্রতিবাদে বিক্ষোভ করার সময় ডালাসে এক কৃষ্ণাঙ্গ সাবেক সেনাসদস্যের গুলিতে নিহত হন পুলিশের পাঁচ শ্বেতাঙ্গ সদস্য। আহত হন আরো কয়েকজন। এসব ঘটনার রেশ না কাটতেই পুলিশের ওপর নতুন করে হামলা হলো।

(ওএস/এএস/জুলাই ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test