E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাশ্মীরে বর্বরতা ভারতীয় গণতন্ত্রের বড় ক্ষত: অর্মত্য সেন

২০১৬ জুলাই ১৯ ১২:১৫:৩৫
কাশ্মীরে বর্বরতা ভারতীয় গণতন্ত্রের বড় ক্ষত: অর্মত্য সেন


আন্তর্জাতিক ডেস্ক :নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন বলেছেন, কাশ্মীরে সম্প্রতি যে অস্থিরতা দেখা দিয়েছে তা সঠিক উপায়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ভারত সরকার। ফলে কাশ্মীর ইস্যুটি এখন ভারতীয় গণতন্ত্রের জন্য একটি বড় ক্ষত হয়ে দেখা দিয়েছে। ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন অর্মত্য সেন।

তিনি বলেন, “কাশ্মীর ইস্যুই যে এখন ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষত সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশ্বব্যাপী অনেকেই এখন একই মত দিচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন সভা-সেমিনারেও এখন এই ইস্যুটি নিয়ে আলোচনা হয়। আমি প্রথম যে রাতে এখানে আসি সে রাতে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন কাশ্মীরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরতার দৃশ্য প্রচার করে” বলেন অর্মত্য সেন। যিনি বিশ্বের বড় পণ্ডিতদের একজন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের সাবেক শিক্ষক এবং বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

তিনি আরো বলেন, “মুলত গত কয়েক দশক ধরেই আমরা কাশ্মীর ইস্যুটি বাজেভাবে মোকাবেলা করছি। আর এখন আমার এই ইস্যুতে আরো বাজেভাবে আচরণ করছি।”
“কাশ্মীর সমস্যা আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা নয়। ফলে আইনশৃঙ্খলা রক্ষার নামে কাশ্মীরের বিক্ষোভকারী জনতার সঙ্গে যে ভয়ানক এবং সহিংস আচরণ করা হচ্ছে এবং সংবাদপত্রগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে তাতে কাশ্মীরের জনগন আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে। যার ফলে কাশ্মীরের জনগন আর নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসেবে ভাবার কোনো কারণ খুঁজে পাবে না”, বলেন নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভুত অর্থনীতিবিদ অর্মত্য সেন। সূত্র: ইন্ডিয়া টুডে



(ওএস/এস/জুলাই ১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test