E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেয়েদের খতনা 'শিশু নির্যাতন' : জাতিসংঘ
 

২০১৬ জুলাই ১৯ ১২:৪৫:১১
মেয়েদের খতনা 'শিশু নির্যাতন' : জাতিসংঘ 

আন্তর্জাতিক ডেস্ক :মেয়েশিশুর খতনাকে প্রথমবারের মত 'শিশু নির্যাতন' আখ্যা দিয়েছে জাতিসংঘ পপুলেশন ফান্ড। বিবিসি'কে পপুলেশন ফান্ডের প্রধান ডক্টর বাবাটুন্ডে ওসোটিমেহিন বলেন, এ প্রথা মানবাধিকারের অপব্যাহার। এটি এখনই বন্ধ হওয়া দরকার।

বিশ্বজুড়ে ২০ কোটির বেশি নারী ও শিশু খতনার শিকার হয়। জাতিসংঘের হিসাবমতে, আরো ৩০ লাখ মেয়ে শিশু খতনার ঝুঁকিতে আছে।

জাতিসংঘ পপুলেশন ফান্ড এর আগে খতনাকে মানবাধিকার লঙ্ঘন বলে আসলেও এতদিন এ প্রথাকে শিশু নীপিড়ন অ্যাখ্যা দেয়নি।

মূলত আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন জায়গায় মেয়েদের খতনা করা হয়। বাংলাদেশেরও কিছু অঞ্চলে এই প্রথা প্রচলিত। তবে আফ্রিকার কিছু দেশে এখন এ প্রথা পরিবর্তন করার চেষ্টা চলছে। এর মধ্যেও কেনিয়ায় প্রায় ৫ জনে একজন মেয়ে শিশু খতনার শিকার হয়েছে।

তবে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে কেনিয়ায় আগামী ১৫ বছরের মধ্যেই এ প্রথা দূর করা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, বলেন, মেয়েদের খতনা বন্ধ্যাত্বের পাশাপাশি মারাত্মক মনস্তাত্তি্বক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে।
(ওএস/এস/জুলাই ১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test