E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশিসহ ১৫৪ জন গ্রেফতার

২০১৬ জুলাই ১৯ ১৮:১৯:৪২
মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশিসহ ১৫৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : কুয়ালালামপুরের ব্যস্ততম বুকিত বিনতাংয়ে গতকাল সোমবার অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন পুলিশ।

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মালয়েশিয়া ৬০ বাংলাদেশিসহ ১৫৪ জনকে গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ।

গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সান কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার জানিয়েছে, দেশটির অভিবাসন পুলিশের অভিযানে সান কমপ্লেক্সের ৪৩৫ জনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৩২ নারীসহ ১৫৪ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ৬০ বাংলাদেশি, ২২ ইন্দোনেশীয়, ৩৫ মিয়ানমারের নাগরিক, ১৯ নেপালি, ছয় পাকিস্তানি, সাত ফিলিপাইনের নাগরিক, একজন ভারতীয়, চারজন ভিয়েতনামের নাগরিক।

জানা গেছে, অভিবাসন পুলিশসহ কুয়ালালামপুরের বিভিন্ন সরকারি সংস্থার ৫০০ কর্মী এই অভিযানে অংশ নেন।

সান কমপ্লেক্সে পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের সাঁড়াশি অভিযানে ৩২ বছর বয়সী এক নারী পালাতে গিয়ে সান কমপ্লেক্সের ১৫তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় পুলিশ প্রধান অমর সিং ইশার বলেন, অভিযান চলাকালে ওই নারী পালাতে গিয়ে পড়ে যান। তার মরদেহ কুয়ালালামপুরে হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিবাসন পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান অমর সিং ইশার।

(ওএস/এএস/জুলাই ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test