E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুশ জঙ্গি বিমান ভূপাতিত করা তুর্কি পাইলট 'গ্রেফতার'

২০১৬ জুলাই ২০ ১০:৩৬:২৯
রুশ জঙ্গি বিমান ভূপাতিত করা তুর্কি পাইলট 'গ্রেফতার'

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় রুশ জঙ্গি বিমান ভূপাতিত করেছিলেন যে বৈমানিকরা তাদের দুজন তুরস্কে অভ্যুত্থানচেষ্টায় গ্রেফতারদের মধ্যে রয়েছেন বলে খবর দিয়েছে আল-জাজিরা। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টায় তাদের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে বলে এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, ২০১৫ এর নভেম্বরে রুশ এসইউ-২৪ ভূপাতিত করার অপারেশনে অংশ নেয়া দুই বৈমানিক এখন কাস্টডিতে।

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াইরত বিদ্রোহীদের বিরুদ্ধে গত বছর বিমান হামলা চালায় রাশিয়া। নভেম্বরে তুরস্ক সীমান্তবর্তী এলাকায় তাদের একটি জঙ্গি বিমান ভূপাতিত করায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক টানাপড়েন তৈরি হয়। গত মাসে এরদোগান ক্ষমা চাওয়ায় দুদেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে।

ওই কর্মকর্তা বলেন, ওই দুই বৈমানিককে অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, রুশ বিমান ভূপাতিত করার জন্য নয়। তবে দুই বৈমানিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেননি তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদা।

এদিকে আঙ্কারার মেয়র মেলিহ গোচেক বলছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলানের ‘সমর্থক’ ওই বৈমানিকরা তুরস্ক সরকারের ক্ষতি করার ষড়যন্ত্রের অংশ হিসেবে রুশ বিমানে গুলি করে থাকতে পারেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থান চেষ্টার পর ১৭ জুলাই এরদোগানকে ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভ্যুত্থানচেষ্টাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তুরস্কে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসার আশা প্রকাশ করেছেন তিনি। এ বছর আগস্টের প্রথম সপ্তাহে তাদের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। আল-জাজিরা।







(ওএস/এস/জুলাই ২০,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test