E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইতালিতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

২০১৬ জুলাই ২০ ১২:৫৪:১০
ইতালিতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

কমরেড খোন্দকার ,ইতালি: ইতালির রাজধানী রোমে সড়ক দুর্ঘটনায় আহত শিপন বেপারী (৩৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় স্থানীয় পলি ক্লিনিক হাসপাতালে মারা যান।রোববার স্থানীয় সময় রাত ১০টায় রোমের পালিমরো তলিয়াত্তীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপনের বাবার নাম নোয়াব আলী বেপারী। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলা সদরপুর থানার মটকচর গ্রামে ।

নিহতের বড় ভাই সুজন বেপারী জানান, রোববার রাতে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার শিপনকে ধাক্কা দেয়। পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে তাকে স্থানীয় পলি ক্লিনিক হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর খবর পেয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং শিপনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রোম শহরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ।

মৃত্যকালে তিনি স্ত্রী ৭ বছরের একটি মেয়ে এবং ৫ বছরের একটি ছেলে রেখে গেছেন।

শিপনের মৃত্যুতে বৃহত্তর ফরিদপুর সমিতি ইতালির পক্ষ থেকে এক বার্তায় সভাপতি মো. জাহাঙ্গীর ফরাজী এবং সাধারন সম্পাদক মো. হুমায়ন কবির মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান।

এদিকে মরহুমের লাশ কবে নাগাদ দেশে যাবে- তা বলা যাচ্ছে না।

বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর ফরাজী বলেন, শিপন বেপারীর স্বাভাবিক মৃত্যু না হওয়ায় তার লাশ দেশে পাঠাতে অনেক ঝামেলা রয়েছে। পুলিশ কেস হয়েছে। আদালত থেকে নির্দেশ পেলেই আমরা মরহুমের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করব।



(কেএইচ/এস/জুলাই ২০,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test