E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইএসের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আলোচনায় যুক্তরাষ্ট্র

২০১৬ জুলাই ২১ ১১:২১:৪৬
আইএসের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আলোচনায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য সহযোগী দেশ ও গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি অ্যাশ কার্টার এ কথা জানায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত সিরিয়ার রাক্কা ও ইরাকের মসুলে জঙ্গি গোষ্ঠীটিকে কোণঠাসা করে ফেলা হবে। কিন্তু তিনি এ সময় সাবধান করে বলেন, এর অর্থ এই নয় যে জঙ্গি গোষ্ঠীটি আর আক্রমণ করবে না। বরং তারা অন্য কোথাও তখন আক্রমণ করতে পারে। আইএসকে প্রতিহত করার পর যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠন নিয়েও কথা হয় দেশগুলোর সঙ্গে।

গত কয়েক মাসের আক্রমণে জঙ্গি গোষ্ঠীটি তাদের অধিকারে থাকা বিশাল অঞ্চল হারিয়েছে। কিন্তু এখনও সিরিয়া ও ইরাকে তাদের শক্ত ঘাঁটি রয়েছে।

এদিকে ফালুজা দখলে নেয়ার পর ইরাকি বাহিনী বর্তমানে আইএসকে মসুল থেকে হঠানোর প্রস্তুতি নিচ্ছে। মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর এবং আইএস শক্ত ঘাঁটি। বিবিসি।




(ওএস/এস/জুলাই ২১,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test