E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্রাম্পকে ঠেকাবে হ্যারি পটার!

২০১৬ জুলাই ২৩ ১০:৩৫:০৫
ট্রাম্পকে ঠেকাবে হ্যারি পটার!

আন্তর্জাতিক ডেস্ক :সফল ব্যবসায়ী ও বিতর্কিত রাজনীতিক ডোনাল্ড ট্রাম্পের অতিমানবীয় উত্থান ঠেকাতে ব্যর্থ হয়েছে রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বীরা। যে কোনো মূল্যে তাকে আটকানোর জন্য ডেমোক্র্যাট বিরোধী শিবির আদা-জল খেয়ে লেগেছে।

কিন্তু সব বাধা উড়িয়ে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন! আপাতদৃষ্টিতে ট্রাম্পকে থামাতে রাজনীতিকরা ব্যর্থ হলেও তাকে থামিয়ে দিচ্ছে হ্যারিপটার।

হ্যাঁ এটাই সত্য- হ্যারিপটারে ডুবে থাকা পাঠক সমাজ আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে কল্পনাও করতে পারছেন না। একজন ব্যক্তি যতবেশি হ্যারিপটার সিরিজের বই পড়েছে, তার অভিমত ততবেশি গাঢ় হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

তারা ট্রাম্পকে উপন্যাসের ভিলেন ভলডেমোর্টের চাইতেও নেতিবাচক চরিত্রের মানুষ বলে মনে করেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা রিপোর্টে এমন তথ্য পাওয়া গেছে।

পলিটিক্যাল সায়েন্স এবং পলিটিকসের বরাত দিয়ে শুক্রবার এ কথা জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট। গবেষণা পরিচালক অধ্যাপক ডিয়ানা মার্টজ বলেন, বেশি বেশি ‘হ্যারিপটার’ সিরিজের বই পড়া ব্যক্তিরা ট্রাম্পকে খুব কম মূল্যায়ন করেছে। মোট ১শ’তে তারা সর্বোচ্চ ৩ পর্যন্ত নম্বর দিয়েছেন ট্রাম্পকে।

২০১৪ এবং ২০১৬ সালে ১ হাজার ১৪২ জনের উপর এ গবেষণা চালানো হয়। প্রথমধাপে মৃত্যুদণ্ড, ইসলামভীতি থেকে সৃষ্ট নিপীড়ন এবং সমকামী অধিকারের বিষয়ে প্রশ্ন করা হয় তাদের। দ্বিতীয়ধাপে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের মনোভাব কি তা জানতে চাওয়া হয়।

(ওএস/এস/জুলাই ২৩,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test