E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চীনে ভয়াবহ বন্যায় ১৫০ জনের প্রাণহানি

২০১৬ জুলাই ২৪ ১০:৩৮:১১
চীনে ভয়াবহ বন্যায় ১৫০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক :চীনে চলমান ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। এছাড়া শত শত মানুষ নিখোঁজের পাশাপাশি হাজার হাজার শত বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। খবর বিবিসির। কর্তৃপক্ষ জানায়, বন্যার ফলে সৃষ্ট ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হেবেই ও হেনান প্রদেশে। এর মধ্যে হেবেই প্রদেশে নিহত হয়েছেন ১১৪ জন এবং নিখোঁজ ১১১ জন। এছড়া ৫৩ হাজার ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে।

অন্যদিকে, মারাত্মকভাবে আঘাত হানা হেনান প্রদেশে ১৫ জন নিহত হয়েছেন। এ প্রদেশে ৭২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদিকে, বন্যার বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ার পাশাপাশি টেলিযোগাযোগসহ অন্যান্য অবকাঠামোগত ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। একই সঙ্গে রাস্তা যান চলাচালের অনুপযোগী হয়ে পড়েছে।


(ওএস/এস/জুলাই ২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test